Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ' ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

তবে সংগঠনটির আত্মপ্রকাশের একদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এর একদিন আগে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে নতুন এই ছাত্র সংগঠনের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সংগঠনটির পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে জানান, এ 'বিশৃঙ্খলার' ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নতুন সংগঠনটির মূলনীতি নির্ধারণ করা হয়েছে 'শিক্ষা, ঐক্য, মুক্তি'। সংগঠনের স্লোগান—'স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট'।