রুমী আহমেদ
লাইফ সাপোর্ট কথাটা নিয়ে কনফিউশন আছে! লাইফ সাপোর্ট এর একজাক্ট কোন সংজ্ঞা নেই! মোটামুটি বলা যায় যদি শরীরের কোন অর্গান বা সিস্টেম এর কাজ (যেই সিস্টেম ছাড়া লাইফ সাস্টেইন করবে না) এক্সটার্নাল ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে মেইনটেইন করা হয়- তাই লাইফ সাপোর্ট! বেগম খালেদা জিয়ার বেশ কিছু সিস্টেম ফেইল করেছে- কিডনি, লিভার, কোয়াগুলেশন বা রক্ত জমাট বাধার সিস্টেম আর শ্বাস-প্রশ্বাস বা রেসপিরেটরি সিস্টেম!
ওনার লিভার তো ফেইল করেছে অনেক বছর আগেই- ওটা নিয়েই তো বেঁচে আছেন! ওঁনার কিডনি আগেও কয়েকবার ফেইল করেছে-ডায়ালাইসিস লেগেছে- পরে আর লাগেনি! এখন কিছুদিন লাগছে! হয়তোবা আগের মতোই কয়েকদিন পর ডায়ালাইয়াস লাগবে না!
রক্ত জমাট বাঁধছিল না! ঔষধ দিয়ে তা কারেক্ট করা হচ্ছে! এখন অনেকাংশে কারেক্ট ও হয়েছে! ব্লাড প্রেশার মেইনটেইন-এর জন্য খুবই লো ডোজে লাইফ সাপোর্টিং ওষুধ দেয়া লাগছে- যা স্বাভাবিক ডায়ালাইসিস রোগীদের জন্য!
ওনার শ্বাস নিতে অনেক পরিশ্রম করতে হচ্ছিল- শরীরের ক্যালোরির একটা বড় অংশ ব্যয় হচ্ছিলো শ্বাস-প্রশ্বাসের জন্য! এখন ভেন্টিলেটর-এ দেয়া হয়েছে, যাতে শরীরের ওই এনার্জিটা শ্বাস-প্রশ্বাসের জন্য ব্যয় না করে শরীরের ভাইটাল ফ্যাংশন এর জন্য ব্যয় করতে পারেন! ভেন্টিলেটর ওঁনাকে রেস্ট দিচ্ছে!
এখন যেহেতু মেশিনগুলো ওনার লাইফকে সাপোর্ট করে যাচ্ছ- ওনার বডি পুরো শক্তি দিয়ে এন্টিবায়োটিক এর সাহায্যে ইনফেকশনের সাথে ফাইট করছে! ওঁনার বডি যখন ইনফেকশন কন্ট্রোল করে ফেলতে পারবে- সিস্টেমগুলোর আর এক্সটার্নাল সাপোর্ট লাগবে না!
ভেন্টিলেটর লাগবে না; ব্লাড প্রেশার মেইনটেইন করার জন্য সাপোর্ট লাগবে না; ডায়ালাইসিস লাগবে না! লাইফ সাপোর্ট মানে কেউ মারা গেছে আর তাকে কৃত্তিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তা না! এটা ভুল ধারণা!
লাইফ সাপোর্ট হচ্ছে মোটামুটি সুস্থ না হওয়া পর্যন্ত- ইনফেকশনকে কন্ট্রোলে না আনা পর্যন্ত অর্গানগুলোকে টেম্পোরারি সাপোর্ট দিয়ে যাওয়া- প্রটেক্ট করা এবং সুস্থ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সাপোর্টগুলো উইথড্র করে ওনাকে ধীর ধীর সেলফ সাস্টেইনিং স্টেইট এ ফিরিয়ে নিয়ে আসা! এভারকেয়ারের চিকিৎসকরা অসাধ্য সাধন করছেন! আমি আশাবাদী, বেগম খালেদা জিয়া এই দফায় সুস্থ হয়ে ওঁনার বেইজলাইনে ফিরে আসবেন!
লেখক: চিকিৎসক, ব্লগার এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডেল মেডিকেল স্কুলের অধ্যাপক