ইতিহাসবিদ আবু মহামেদ হবিবুল্লাহ এর কর্ম ও জীবন নিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, সংগঠিত মানুষই ইতিহাস নির্মাণ করেন। আবু মহামেদ হবিবুল্লাহ তা বিশ্বাস করতেন। তিনি তার বিস্তৃত ইতিহাসচর্চায় এ দৃষ্টিভঙ্গির প্রকাশই ঘটিয়েছেন।
অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে ‘আবু মহামেদ হবিবুল্লাহ শীর্ষক’ আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আখতারুজ্জামান।
তিনি বলেন, “আবু মহামেদ হবিবুল্লাহ এক স্মরণীয় নাম। উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন সাতন্ত্র্যবাদী ইতিহাসবিদ ও দৃঢ় আদর্শবাদী । তাই তথ্যের সমাবেশ অতিক্রম করে তার রচিত ইতিহাস হয়ে ওঠেছে নতুনতর এক মানবিক কলা।“
অন্যান্য আলোচকরা বলেন, উপাদান বা হাতিয়ার নয়, সংগঠিত মানুষই যে ইতিহাসের নির্মাতা আবু মহামেদ হবিবুল্লাহ তা বিশ্বাস করতেন এবং তাঁর বিস্তৃত ইতিহাসচর্চায় এ দৃষ্টিভঙ্গির অগ্রবর্তী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। তাঁর কাজের ক্ষেত্র ছিল বিশাল-বিস্তৃত।
বাংলা অঞ্চল,ভারত উপমহাদেশের ইতিহাস প্রণয়নের পাশাপাশি গোটা বিশ্ব ইতিহাসের গতিবিধির তিনি ছিলেন নিষ্ঠ পর্যবেক্ষক। ইতিহাসের সামাজিকীকরণে বিশ্বাসবোধ থেকেই তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের প্রতিষ্ঠায় উদ্যোগী হন। সাধারণ মানুষের কাছে ইতিহাসকে পৌঁছে দেয়ার জন্যে তিনি সচেষ্ট ছিলেন বলেন মন্তব্য করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে এ. বি. এম. হোসেন বলেন, সাম্যবাদে অবিচল আস্থাশীল আবু মহামেদ হবিবুল্লাহ ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিরুদ্ধে ভাষা ও ভূগোলকেন্দ্রিক আধুনিক জাতীয়তাবাদের শিখা প্রজ্বলিত রেখেছেন তার লেখনি ও সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে।
আলোচনায় অংশ নেন অধ্যাপক অজয় রায়, এনামুল হক, শামসুল হোসাইন, মো. মাহবুবর রহমান। সভাপতিত্ব করেন এ. বি. এম. হোসেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহনাজ নাসরীন ইলা, খালিদ হোসেন, ফেরদৌস আরা, ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী, ইয়াকুব আলী খান, লীনা তাপসী, এ. কে. এম. শহীদ কবীর পলাশ।
যন্ত্রাণুষঙ্গে ছিলেন ইমতিয়াজ সুলতান (তবলা), মো. মনিরুজ্জামান (বাঁশি), আবু কামাল (বেহালা), সুনীল কুমার সরকার (কী-বোর্ড) এবং ফিরোজ খান (সেতারা)।
বৃহস্পতিবার প্রতিদিনের মতো বিকেল ৪:০০টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘ভাষা-আন্দোলন এবং আমানুল হকের কীর্তি শীর্ষক’ আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসির আলী মামুন। আলোচনায় অংশগ্রহণ করবেন শহিদুল আলম, ফরিদুর রেজা সাগর এবং লুৎফর রহমান রিটন। সভাপতিত্ব করবেন আহসানুল হক। সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন