বিশ্বকে যারা বিভিন্ন নতুন আবিষ্কার-উদ্ভাবন উপহার দিয়েছেন, সেই মহান মনীষীদের অন্যতম মুসলিম বিজ্ঞানী আল-হাসান ইবনে আল-হায়সাম। পশ্চিমা বিশ্বে তিনি আল-হাজেন নামে পরিচিত। আধুনিক বিজ্ঞান চিন্তার অগ্রদূত একজন তিনি। দৃষ্টিবিজ্ঞান (অপটিকস), আলোকবিজ্ঞান ও আলো সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ আবিষ্কার করে গেছেন।
মুসলিম এ কিংবদন্তি বিজ্ঞানীর স্মরণে মাধ্যমিক (পঞ্চম-দশম) ও উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ) শিক্ষার্থীদের মধ্যে বাস্তবজীবনে বিজ্ঞান চর্চাকে অনুপ্রাণিত করতে আগামী ২৯ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্নধর্মী বিজ্ঞান উৎসব। এ উৎসব চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে দিনব্যাপী ‘ইবনে আল-হায়সাম সায়েন্স ফেস্টে’ ফিজিক্স, কেমিস্ট্রি ও অ্যাস্ট্রোনমি বুথ, সায়েন্টিফিক ডকুমেন্টারি শো এবং ক্যারিয়ার বুথ থাকবে।
তাছাড়া থাকছে ক্ষুদে বিজ্ঞানপ্রেমিদের জন্য প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা। এতে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার মধ্যে থাকছে রুবিক্স কিউব এবং ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং।
অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন
প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি লাগবে না। তাছাড়া ঘরে বসেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, যা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।
শুধুমাত্র জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের জন্য টি-শার্ট, সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট থাকবে।
দুই লাখ টাকার পুরস্কার জেতার সুযোগ
প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে আটটি পুরস্কার দেওয়া হবে, যার অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা। জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পাবে ৬০ হাজার টাকা পুরস্কার।
এ ক্যাটাগরিতে রানারআপ পাবে ৪০ হাজার টাকা। তাছাড়া তৃতীয় পুরস্কার ৩০ হাজার, চতুর্থ পুরস্কার ২০ হাজার এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা।
রুবিক্স কিউব ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন পাবে ১৫ হাজার টাকা পুরস্কার। তাছাড়া রানারআপ ১০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন