২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কথা ভাবছে প্রশাসন। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম। প্রশাসনের সিদ্ধান্তকে জানিয়ে সোমবার (০৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্ট করেন আবু সাদিক।
পোস্টে তিনি লেখেন, ‘ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির আবহ সৃষ্টি করতে গণতান্ত্রিক উপায়ে ছাত্রসংসদ নির্বাচন— ডাকসুর কোনো বিকল্প নেই। ডাকসু নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাধ গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হলে পুরো বাংলাদেশেই তা ইতিবাচকভাবে প্রভাব ফেলবে।’
শিবির সভাপতি আরও লেখেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের মধ্যে নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম হয়। গৎবাঁধা রাজনৈতিক ঐতিহ্যের বাইরে গিয়ে পদ্ধতির নতুনত্ব দেখতে চাই আমরা। আশা করি ডাকসু এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেবে।’
তিনি আরও লেখেন, ‘সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করছি। আসুন, গণতন্ত্রের পথে অন্তরায় না হয়ে ছাত্রদের সার্বিক আকাঙ্ক্ষার গুরুত্ব দেই।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন