ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টরের দপ্তর থেকে জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬.০০ ঘটিকার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
এর আগে, শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে প্রতিবাদ করেন তারা।
টিএসসি এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনার ফলে প্রতিনিয়তই ভোগান্তি ও ব্যাপকভাবে শব্দ দূষণের শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির দুটি ছাত্রী হলের ৪ হাজারের মতো শিক্ষার্থীকে। ক্যাম্পাসের এমন শব্দ দূষণ রোধে অভিনব প্রতিবাদ বলে জানান তারা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন