পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে নিহত তিন শিক্ষার্থীর পরিবারের পাশে দাড়িয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। নিহত তিন শিক্ষার্থীর প্রতি পরিবারকে ‘শ্রদ্ধা’ হিসেবে ৭৫ লাখ টাকা করে মোট ২ কোটি ২৫ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয়টি। একইসঙ্গে ওই তিন শিক্ষার্থীর নামে তিনটি ল্যাবেরও নামকরণ করা হবে।
গতকাল বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোবেসা উমর স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, উদয়খালী গ্রামে আইইউটি শিক্ষার্থীদের ভ্রমণের একটি ডাবল ডেকার বাস বিদ্যুতায়িত হয়। এতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন তারা।
এমন মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে গতকাল বুধবার জরুরি সভায় বসে আইইউটি প্রশাসন। সভায় সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, নিহত শিক্ষার্থীদের শোকসন্তপ্ত প্রত্যেক পরিবারকে আইইউটি শ্রদ্ধা হিসেবে ৭৫ লাখ টাকা করে প্রদান করবে। একইসঙ্গে মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনটি ল্যাব নিহত শিক্ষার্থীদের নামে নামকরণ করা হবে।
নিহত তিন শিক্ষার্থী হলেন- মো. জুবায়ের আলম, মো. মুবতাসিম রহমান মাহিন ও মীর মোজাম্মেল হোসেন। তারা তিনজনই মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগের শিক্ষার্থী।
এর আগে, গত (২৩ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি দ্বিতল বাসে চড়ে বার্ষিক পিকনিকে গাজীপুরের শ্রীপুরের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের মাত্র দেড় কিলোমিটার আগে শেষের বাসটি সড়কে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন