দেশের রাজনৈতিক দলগুলো সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেও আওয়ামী লীগের সরকারকে হটাতে পারেনি, এ স্বীকারুক্তি করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের তাড়িয়েছে। দেশটা আমরা এখন তাদের হাতে তুলে দেব।’
শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, চক্রান্ত করে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। আমাদের গর্বিত বাহিনীর নাম বদলে তারা বিজিবি দিল। বাংলাদেশ রাইফেলস নামের ভেতরে একটি শৌর্য-বীর্য আছে। এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। তারা নাম বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে। বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছে।’
জামায়াতের আমির প্রশ্ন রেখে বলেন, ‘একটি বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপর হঠাৎ করে উধাও হয়ে গেল কীভাবে?
২০০৮ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পেছনে তখনকার সেনাসমর্থিত সরকারের ভুমিকা ছিল বলে জানান জামায়াতে ইসলামীর আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘ফখরউদ্দিন-মঈনের সাথে গোপন আঁতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ খুনের রাজনীতির মাধ্যমে দেশকে একটা নরকে পরিণত করেছিল। সেনাবাহিনী, বিএনপি, হেফাজত, সাংবাদিক কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি।’
জামায়াতের আমির বলেন, ‘আমরা সাড়ে পনেরো বছর ধাপে ধাপে আন্দোলন-সংগ্রাম করেও এসবের পরিসমাপ্তি ঘটাতে পারিনি।পরিশেষে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের তাড়িয়ে দিয়েছে। এমন সন্তানদের পেয়ে আমরা গর্বিত। দেশটা আমরা এখন তাদের হাতে তুলে দেব।’
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা পল্টন থানার সভাপতি শাহীন আহমদ খান, সিলেট জেলা আমির মো. হাবিবুর রহমান, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মৌলভীবাজার জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম মতলিব, মো. আব্দুল মান্নান, হবিগঞ্জের জেলা আমির কাজী মখলিছুর রহমান, জামায়াতের মৌলভীবাজার কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, শিবিরের সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ,সদরের আমির মো. ফখরুল ইসলাম, কুলাউড়া আমির আব্দুল মুনতাজিম, রাজনগর আমির আবু রাইয়্যান শাহিন, মৌলভীবাজার পৌর আমির তাজুল ইসলাম, মৌলভীবাজার শিবিরের জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, মৌলভীবাজার পৌর শিবিরের সভাপতি তারেক আজিজ।
এ ছাড়া সম্মেলনে বন্ধুপ্রতিম সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার খেলাফত মজলিসের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর।
ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন