বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘বিচার বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শিগগিরই তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন সেই গণতন্ত্র ফিরিয়ে দেবেন।’
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এক-এগারোর সরকার যখন আপনাকে (শেখ হাসিনা) ধরে নিয়ে গেলো, আপনার এত শুভাকাঙ্ক্ষী, কই কেউ তো তখন কোনও বিবৃতি দেয় নাই। যে দেশে আশ্রয় নিয়েছেন তারাও আপনার জন্য বিবৃতি দেয় নাই। আপনার দলে এত বড় বড় নেতা কেউ আপনার জন্য বিবৃতি দেয় নাই। বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন। আপনি ক্ষমতায় আসার পরপরই খালেদা জিয়াকে তার সেই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন; যেই বাড়ির এক কোণে বসে একসময় জিয়াউর রহমান গল্প করেছেন। ওই বাড়িতে জিয়াউর রহমান তার স্মৃতি রেখে গেছেন। সেই বাড়িতেই সন্তানদের বাবার স্নেহ আর মায়ের মমতা দিয়ে মানুষ করেছেন বেগম খালেদা জিয়া।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দুর্নীতি করে সারা দেশের সব ব্যাংক শেষ করে দিয়েছেন। কোনও ব্যাংকে টাকা নাই। ওনাকে জিজ্ঞেস করলে বলবে, আমি তো পদ্মা সেতু বানাইছি। এই জন্য সরকার আসার পর একটি কমিটি করে দিয়েছিল। ওই কমিটির তথ্যমতে, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর লুটপাট করে বিদেশে পাঠিয়েছে এক লাখ ৮০ হাজার কোটি টাকা। পদ্মা সেতুতে খরচ হয়েছে কত টাকা? ত্রিশ হাজার কোটি টাকা! সুতরাং প্রতিবছর আপনি (শেখ হাসিনা) ছয়টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাঠিয়েছেন। এই ২৪ বছরে তাহলে কতগুলো হলো?’
হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘ওনার বাপের নামে একটি স্যাটেলাইট বানিয়েছেন তিন হাজার কোটি দিয়ে। যেটার খরচ হয় ১৫০০ কোটি টাকা। যেই স্যাটেলাইট আদৌ কোনও কাজে লাগে না। টাকা চুরি করার জন্য সেই স্যাটেলাইট পাঠিয়েছেন। ওনার বাবার নামে উঠছে তিন হাজার কোটি টাকার স্যাটেলাইট; যেটা জনগণের টাকা। সুতরাং ওনার দুর্নীতির প্রমাণ শুধু বাংলাদেশ না মহাকাশেও ঘুরে বেড়াচ্ছে।’
কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।
কর্মী সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হাজি মো. জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান।
শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন আমেরিকা সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মো. জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো. কবির হোসেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন