কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌর শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সদস্যদের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাদা পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসমাইলকে ইয়াবা দিয়ে আটক করার চেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
এ ঘটনার পর ওইদিন রাত ৮ টার দিকে ইসমাইলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনতা। টেকনাফ জালিয়াপাড়া এলাকা থেকে মিছিল নিয়ে টেকনাফ বাস স্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেকনাফ পৌরসভার হোটেল নিউ গার্ডেনে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস ঘেরাও করেন তারা। এসময় ইটপাটকেল নিক্ষেপ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। তারা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাহারের দাবি জানান।
ঘটনার পরপরই সাবেক কাউন্সিলর ইসমাইল সংবাদ সম্মেলন করে বলেন, ‘আমার বাড়িতে সাদা পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এসে আমাকে ইয়াবা দিয়ে আটক করার চেষ্টা করেন। তখন আমার পরিচয় দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য বলে পরিচয় দেন। আমাকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে অফিসে গেলে জানতে পারবেন বলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এমতাবস্থায় বাড়ির লোকজন চিৎকার করলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করার সময় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এমন নিন্দনীয় ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ ও সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ এক প্রতিবাদলিপি প্রদান করেন। এতে জামায়াত নেতা ও সাবেক মেয়র ইসমাইলের বিরুদ্ধে এমন ঘৃণ্য ষড়যন্ত্র ও অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তাঁর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুদৃঢ় আহ্বান জানান।
এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের সহকারী পরিচালক সিফাত তাসনিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন