জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে রক্তের হলি খেলা লাগাতে চট্টগ্রামে এক আইনজীবী হত্যা করা হয়। তাকে নির্মমভাবে হত্যা করার পরও বাংলাদেশের মানুষ প্রতিশোধ নেয়নি। এটি হচ্ছে আমার সোনার বাংলাদেশ, সম্প্রতির বাংলাদেশ।’
রবিবার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতের আমিরের বরিশাল আগমন উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘এ দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে ত্যাগের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের ওপর যত চ্যালেঞ্জ আসুক, তাতে জীবন যাবে কিন্তু এক ইঞ্চি মাটি কারও হাতে তুলে দেবো না।’
তিনি বলেন, ‘ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে, বাকিটা লড়াই করে আনবো। সন্তানরা বৈষম্যহীন সমাজ চেয়েছে, সেই সমাজটাই আমরা গড়তে চাই। এ সমাজ গড়তে দেশের সব স্তরকে দুর্নীতি মুক্ত করতে হবে। কোনও দুর্নীতিবাজ দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। দুর্নীতিবাজদের ভাগ্যের পরিবর্তন হবে, তবে তাদের নদী-নালা দিয়ে পালাতে হবে।’ এ সময় তিনি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উদাহরণ তুলে ধরে তার কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধাবোধ করেনি। তাদের পায়েও ডাণ্ডাবেড়ি পরিয়েছে।’
তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে সব শহীদ পরিবারের কাছে আমরা ঋণী। জামায়াত এসব পরিবারের পাশে আছে।’
মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন