গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি স্লোগানে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের মানিকদাহ এলাকায় অবস্থিত মধুমতি পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলের নেতারা। চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে প্রাথমিকভাবে ১০ জেলায় তারা কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইফুর রশিদ চৌধুরী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন।প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু-ইকোনোমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগবিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীরণ করা।
সংবাদ সম্মেলনে সাইফুল রশিদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনও দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি, রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা। প্রাথমিকভাবে দশটি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন