জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণকে সচেতন করানো ও তাদের পথ দেখানোই সাংবাদিকদের কাজ।
তিনি বলেন, দেশকে আবারো ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না।
শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পৌরসভার কমিউনিটি সেন্টারে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জেলা জামায়াতে ইসলামীর আমিরের শপথগ্রহণ ও জেলা সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, এই ফ্যাসিস্ট সরকারকে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। ভোটকেন্দ্র বর্জন করেছিল। ওবায়দুল কাদের সাহেব বলতেন ‘খেলা হবে’ কিন্তু তিনি আমাদের ছাত্রদের সঙ্গে খেলায় আর নামতে পারলেন না। শেষ পর্যন্ত তিনিও খেলতে বিদেশের মাটিতে পালিয়ে গেছেন। উনি যেখানে আছেন সেখানে হয়তো খেলছেন। তিনি এখন ইঁদুর বেড়াল খেলা খেলছেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল সহকারী দেলোয়ার হুসাইন, টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটী ও প্রফেসর (অব.) আবদুত তাওয়াব বক্তব্য রাখেন।
জেলার জামায়াতের সেক্রেটারি আলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা জামায়াতের সেক্রেটারি আলীমুজ্জামান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা সৈয়দ আহম্মেদ, সেক্রেটারি মামুনুল ইসলাম, পৌরসভার জামায়াতে ইসলামীর আমির ডা. হাফিজুর রহমান, সেক্রেটারি মওলানা লিয়াকত হোসেন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই জোয়ার্দার, পাংশা উপজেলা জামায়াতের আমির সুলতান মাহমুদ, গোয়ালন্দ উপজেলা আমির গোলাম আযম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোলায়মান মাস্টার, সেক্রেটারি অ্যাডভোকেট রনজু বিশ্বাস, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামসহ জামায়াতে ইসলামী জেলা, উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এরপর জেলা শুরা সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন