জামায়াতে ইসলামীর আমিরকে জড়িয়ে আক্রমণাত্মক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র ও মৌলভীবাজার বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে একটি পোস্ট করেন। পোস্টের পরপরই কমেন্টে পক্ষে ও বিপক্ষের ঝড় উঠে। হঠাৎ করেই মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতার এমন ফেসবুক স্ট্যাটাস জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফেসবুক স্ট্যাটাস এম নাসের রহমান লিখেছেন- ‘জামাত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আজকাল বক্তব্য শুনলে মনে হয় উনি বুঝি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন। প্রায় প্রত্যেকদিন উনার বিভিন্ন বয়ান শুনলে তাই তো মনে হয়। এত নসিহত তিনি কেন করছেন বোধগম্য হচ্ছে না। গতকাল উনি বলেছেন যে গত ১৫ বছর জামায়াতে ইসলামীর চেয়ে বেশি নির্যাতিত কোনো দল হয় নাই। এই ধরনের হাস্যকর বক্তব্য; উনার কাছ থেকে আশা করা যায় না। জামায়াত ইসলামীর নেতাকর্মীর সংখ্যা কি বিএনপি থেকেও বেশি? বিএনপির যে কয়েক লাখ নেতাকর্মী হাজার হাজার মামলায় পর্যুদস্ত হয়েছে এন্ড জেল খেটেছে তার ২০ শতাংশের কাছে কি জামাত নেতাকর্মী পতিত আওয়ামী লীগ কর্তৃক হেনস্থা হয়েছে? স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বিএনপির ১৫ বছরের বিভিন্ন প্রকারের আন্দোলন আর অত্যাচার কে খাটো করার উদ্দেশ্য এই ধরনের এক হাস্যকর ও অবাস্তবিক বক্তব্য দিয়ে উনি দেশবাসী সহানুভূতি পাওয়ার এক বৃথা চেষ্টা করেছেন।
নাসের রহমান লিখেছেন, ডা. শফিকুর যে সহসা নির্বাচন চান না সেটা বেশ পরিষ্কার ভাবে দেশবাসী বুঝে। এবং কেন সেটা চান না, সেইটা বিএনপি ভালো করে বুঝে। কিন্তু উনার খায়েশ অনুযায়ী তো আর দেশের পটপরিবর্তন হবে না। কারণ বর্তমানে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। এবং বিএনপির দাবি অনুযায়ী আগামী নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হবে। অন্য কোনো fringe দলের সেটা দীর্ঘায়িত করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না।
তিনি আরও লিখেন- একটা বিষয় বুঝতে পারছি না, জামায়াত ইসলামী কেন তদের আসল আমির মাওলানা আজহারুল ইসলামকে জেল থেকে বের করছে না। এতদিনে তো উনাকে অন্তত জামিনে মুক্ত করা উচিত ছিল। এইটা কোনো দুরভিসন্ধি মূলক কারণ কিনা সেই বিষয়টা জনমনে ঘুরপাক খাচ্ছে!
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন