আমিনুল ইসলাম বিপ্লবের বল লেগ সাইডে খেলে অনায়াসে সিঙ্গেল নিলেন তানবির হায়দার। রান পূর্ণ করেই তিনি মাতলেন উল্লাসে। ডাগআউটে থাকা তার সতীর্থরাও তখন উৎসব করে মাঠের ভেতরে ঢুকতে লাগলেন। এমন দৃশ্যের অবতারণা হবে নাই বা কেন! ঢাকা মেট্রোকে হারিয়ে প্রথম দল হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করল রংপুর বিভাগ।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শেষ হাসি হেসেছে রংপুর। মেঘাচ্ছন্ন আকাশের নিচে শীতের সন্ধ্যায় লো-স্কোরিং লড়াইয়ে তাদের জয় ৪ উইকেটে। টস জিতে আগে ব্যাট করতে নামা ঢাকা মেট্রোকে তারা ৯ উইকেটে ১০৭ রানের বেশি করতে দেয়নি। ব্যাটিংয়ের জন্য বেশ কঠিন উইকেটে এরপর লক্ষ্য তাড়ায় কাজটা সহজ হয়নি রংপুরের জন্যও। ৬ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা পাকা করে আকবর আলির দল।
তানবির দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ২৬ বলে অপরাজিত ২২ রানের ইনিংসে দুটি চার মারেন তিনি। তবে রংপুরের জয়ের মূল সুরটা বেঁধে দেন বোলাররা। ম্যাচসেরা হওয়া পেসার রবিউল ইসলাম ১৯ রানে ৩ উইকেট নেন। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১৬টি) আলাউদ্দিন বাবু ২৫ রানে পান ২ উইকেট। অফ স্পিনার আনামুল হক আনাম ১ উইকেট শিকারে দেন মাত্র ১১ রান। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদের ঝুলিতেও ১ উইকেট যায় ১৭ রানের বিনিময়ে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন