পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। যেখানে পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরে ইতোমধ্যে সিরিজ হারিয়েছে প্রোটিয়ারা। পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ২৪৮ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই করেন হেনরিখ ক্লাসেন। ভালো খেললেও ওই ম্যাচে বিতর্কিত কাণ্ড ও আইন ভঙ্গ করে আইসিসির শাস্তি পেয়েছেন ক্লাসেন। প্রোটিয়া ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে ক্লাসেনকে লক্ষ্য করে কিছু একটা বলতে দেখা যায় পাকিস্তানের পেসার হারিস রউফকে। ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রোটিয়া ব্যাটার। এক পর্যায়ে বাবর আজম এসে পরিস্থিতি সামাল দেন।
এরপর ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে উড়িয়ে মারতে গিয়ে ইরফান খানের হাতে ক্যাচ হন ক্লাসেন। ওই সময় ৯৭ রান নিয়ে খেলছিলেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থেকে আউট হওয়াটা বোধহয় মেনে নিতে পারেননি ডানহাতি প্রোটিয়া ব্যাটার। রিজওয়ানের সঙ্গে ঝগড়ার ফলে তৈরি হওয়া রাগও ইন্ধন জুগিয়েছে তাকে।
আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।
(ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন