প্রথম ম্যাচ হেরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা। পক্ষান্তরে, জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য আয়ারল্যান্ডের।
সিলেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে শনিবার দুপুর ২টায়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু ১২ রানের হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে হয় স্বাগতিকদের।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে রেকর্ড ১০৩ রানের উদ্বোধনী জুটির পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে টাইগ্রেসরা।
দুই ওপেনার দিলারা আকতার ৪৯ ও সোবহানা মোস্তারি ৪৬ রান করেন। মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় সাফল্য পায়নি বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বিসিবির পাঠানো এক ভিডিওতে দলের পেসার জাহানারা আলম বলেন, ‘আমরা খুবই আশাবাদি। আমরা দারুণ ছন্দে আছি। এই আইরিশদের বিপক্ষেই আমরা ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছি। যদিও টি-টোয়েন্টি ফরম্যাট পুরোপুরি ভিন্ন। আমরা সবাই জানি, এই ফরম্যাটে বল-বাই-বল আপনাকে টার্গেট করতে হয়। এখানে আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমার বিশ্বাস, আয়ারল্যান্ডের টপ অর্ডারের চার ব্যাটারকে দ্রুত শিকার করতে পারলে তাদের খুব অল্প রানে তাদের আটকে রাখতে পারবো। তাহলে ম্যাচ ইতিবাচক ফলাফলের দিকে যাবে এবং আমরা ট্রফি জিততে পারবো।’
তিনি আরো বলেন, ‘প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চার খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সে বিবেচনায় আমার বিশ্বাস, সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের আছে।’
টপ অর্ডারের সাথে মিডল অর্ডার ব্যাটাররা ভালো করলে ম্যাচ জয় সম্ভব বলে মনে করেন জাহানারা।
তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ১৭০ রানের টার্গেটে আমাদের মনে হয়েছে, আমরা যদি ভালো শুরু করতে পারি এবং পাওয়ার প্লে কাজে লাগাতে পারি, তাহলে এটি স্পর্শ করা সম্ভব। আমরা ১০ বা ১১ ওভারে ১ শ’র বেশি রান করেছিলাম। আমরা আশাবাদি ছিলাম, কিন্তু মিডল অর্ডারে কোন ভুলের কারণে আমরা সাফল্য পাইনি।
নিজের পারফরমেন্সের চেয়ে দলের ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন জাহানারা, ‘আবারো সুযোগ পেয়েছি, আবারো বাংলাদেশ দলের জার্সি গায়ে দলকে নেতৃত্ব দেওয়াটা আমার জন্য অরেক বড় গৌরবের। দলের ফেরার পারফরমেন্স সব সময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার ভাগ্যে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন