দুই জয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
আফিফ-সোহানদের ব্যর্থতায় বৃথা গেল সৌম্যের ফিফটি
জ্যামাইকা টেস্ট শুরুর আগেও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ছিল ব্যাটিং। সেই দুশ্চিন্তায় সত্যি হলো শেষ পর্যন্ত। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৬৪। এই রান তুলতে বাংলাদেশ ব্যাটিং করেছে মোট ৭১.৫ ওভার। অর্থাৎ রান উঠেছে মাত্র ২.২৮ গড়ে। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ বলে ৬৪ রান করেছেন ওপেনার সাদমান ইসলাম।
বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ব্যাট করে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৭০ রান তুলেছে স্বাগতিকরা। এখনও পিছিয়ে ৯৪ রানে। এই অবস্থায় তাই বাংলাদেশের মনোযোগটা বোলিংয়ে। ব্যাটিংয়ে বড় সংগ্রহ করতে না পারলেও তৃতীয় দিনে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় বাংলাদেশ। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশের সেরা ব্যাটার সাদমান।
প্রথম ইনিংসে ব্যাটাররা ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা ভালো করবে। তার নিজেরও তেমনই ইচ্ছে। সাদমান বলেন, ‘প্রথম ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম। এ কারণে ম্যাচটি খেলা হয়নি। এই ম্যাচের আগে প্রস্তুতি অনেক ভালো নেওয়ার চেষ্টা করেছি, যাতে দলকে ভালো একটা শুরু এনে দিতে পারি। নিজের সেরাটা দিয়েছি, চেষ্টা করেছি অনেক। দুর্ভাগ্যজনকভাবে, আরও বড় করতে পারিনি (ইনিংস)। বড় করতে পারলে দলের জন্য আরও ভালো হতো। আশা করব, পরের ইনিংসে ভালো পারফরম্যান্স করব।’
দলের কাছে সাদমানের প্রত্যাশা, ‘আগের দিন বৃষ্টি হয়েছিল। সকালেও বৃষ্টি ছিল। এজন্য খেলা শুরু করতে দেরি হয়েছে। পরে যখন টস জিতে আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম, এখানে আমরা জানি যে, নতুন বলে একটু মুভমেন্ট হয়। আমরা মোটামুটি ভালোই সামলাচ্ছিলাম। আউটফিল্ডও অনেক ধীরগতির।’
‘আজকে সকালবেলা কিছু উইকেট পড়ে গেছে দ্রুত। তবে আমরা যদি এখন ভালো বোলিং করি, তাহলে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব এবং দ্বিতীয় ইনিংসে আমরা যদি একটু রান করি, তাহলে আমাদের কাজে দেবে অনেক।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন