আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বোর্ড।
গত ১৮ নভেম্বর তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও সাফফির স্পোর্টিং ক্লাবের মধ্যে সুপার লিগের ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার প্রমাণ মিলেছে।
জানা যায়- গত সোমবার পিকেএসপিতে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের এই ম্যাচটি ৪ বল আগেই ২ উইকেটে জিতে যায় তেজগাঁও। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঝামেলা বেধে যায় খেলা শেষে দুই দলের ক্রিকেটারদের সৌজন্য বিনিময়ের সময়। শুরুতে গালাগাল, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা। পরে সেখানে যোগ দেন দুই দলের কর্মকর্তারা। ঢাকার ক্রিকেটে এমন ঘটনা ‘বিরল’ বলে মন্তব্য করেন আয়োজকরা।
এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১২ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও জড়িত থাকা ৯ জনকে শাস্তি দিয়েছে।
এ ঘটনায় তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, মোহাম্মাদ রিফাত, ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি। শৃঙ্খলা ভঙ্গের ২ দশমিক ১৯ ধারায় আইন লঙ্ঘন করায় এমন শাস্তি পেতে হয়েছে তাদের।
বিডি-প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন