জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে যেতে চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবর পদত্যাগপত্র দিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। তবে সাবেক এই ক্রিকেটারকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় পিসিবি।
বোর্ড প্রধান মহসিন নাকভি সাফ বলে দিয়েছেন, ‘আমরা ইউসুফকে কোথাও যেতে দিচ্ছি না।’
জানা গেছে, ইউসুফকে বোর্ডের সঙ্গে যুক্ত রাখতে বদ্ধপরিকর পিসিবি। সেজন্য তার সামনে দুই-তিনটি বিকল্প তুলে ধরার পরিকল্পনা করছে তারা। সে লক্ষ্যে ইউসুফের সঙ্গে বোর্ডের আলোচনা চলছে। যদিও ঠিক কোন পদে ইউসুফকে রেখে দিতে চায় পিসিবি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এছাড়া পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাককেও বোর্ডের সঙ্গে যুক্ত করতে চান পিসিবি চেয়ারম্যান নাকভি, ‘রাজ্জাক গুরুত্বপূর্ণ। ইউসুফও গুরুত্বপূর্ণ। আমি অন্য সাবেক ক্রিকেটারদের সঙ্গেও কথা বলছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি।’
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টের মাধ্যমে নির্বাচক পদ ছাড়ার কথা জানিয়েছিলেন ইউসুফ।
পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ব্যাটারের ঝুলিতে রয়েছে ১৭ হাজারের বেশি রান। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড এখনো তার দখলে। ২০০৬ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে ১,৭৮৮ রান করেছিলেন তিনি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন