প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো যেন অভ্যাসে পরিণত হয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (৬ নভেম্বর) রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
বার্সার জয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ান্ডোভস্কি। একটি করে গোল ইনিগো মার্টিনেজ, রাফিনহা ও ফারমিন লোপেজের। এ নিয়ে শেষ ৮ ম্যাচে প্রতিপক্ষের জালের ৩৩ গোল করল তারা।
বেলগ্রেডের মাঠে ১৩ মিনিটেই গোলের খাতা খুলে বার্সা। রাফিনহার ফ্রি কিক শট থেকে হেডে জালের দেখা পান ইনিগো মার্টিনেজ। ঠিক আরও ১৩ মিনিট বাদে সমতায় ফিরে সার্বিয়ান ক্লাবটি। কিন্তু রবার্ট লেওয়ান্ডোভস্কি প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বে ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোলে হ্যান্সি ফ্লিকের দলকে এগিয়ে দেন। ৪৩ মিনিটে একটি ও ৫৩ মিনিটে আরেকটি গোল করেন পোলিস তারকা।
লেওয়ান্ডোভস্কির জোড়া গোলের পরপরই ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে বার্সা। জুলেস কুন্দে বক্সের ভেতর ঢুকেই মাঝ বরাবর খানিকটা ব্যাক পাস দেন রাফিনহাকে। সময় না নিয়েই বল জালে প্রবেশ করান ব্রাজিলিয়ান তারকা। পরের গোলটির অ্যাসিস্টদাতাও কুন্দে। এবার গোল করেন ফারমিন লোপেজ।
৮৪ মিনিটে রেড স্টার আরেকটি গোল শোধ করলেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-২ গোলের বিশাল জয় তুলে নেয় কাতালানরা। এ জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে তারা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন