বিসিবির বহুল আলোচিত বোর্ড সভা আজ। নেয়া হবে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত। সাকিব-তামিমদের ভাগ্য নির্ধারণ তো বটেই, নতুন কোচ নিয়োগ ও প্রধান নির্বাচকের পদ নিয়েও জানা যাবে বিসিবির ভাবনা। কথা হবে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত নিয়েও।
জানা গেছে, সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বিসিবির বহু কাঙ্খিত বোর্ড সভা। যেখানে নিষ্পত্তি হবে একাধিক ঝুলে থাকা ইস্যুর। নেয়া হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন? তাও নির্ধারণ হবে সভায়।
শেষ বার গেলো বছর আগস্টে হয়েছিলো বোর্ডের নির্বাহী কমিটির সভা। জরুরি সে সভার একমাত্র অ্যাজেন্ডা ছিল তামিম ইকবাল নেতৃত্ব ছাড়ার পর তৈরি হওয়া সঙ্কট। তবে নিয়মিত সভা হিসাব করলে প্রায় ৮ মাস পর আবারো বসছেন পরিচালকরা।
বিসিবির এই বোর্ড মিটিংয়ে কী নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি জানান, ‘বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের সর্বশেষ অবস্থা জানানো এবং নির্বাচক প্যানেল নিয়ে সিদ্ধান্ত ও অধিনায়কত্ব ইস্যুতে আলোচনা হতে পারে।
বিসিবির এই বোর্ড মিটিংয়ে কী নিয়ে আলোচনা হতে পারে রোববার এই সম্পর্কে ধারণা দিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। যেখানে অর্থনৈতিক বিষয়গুলো অনুমোদনের পাশাপাশি এক নম্বর অ্যাজেন্ডা পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজ। গুরুত্ব পাবে বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটির প্রস্তাবনা।
তাছাড়া জানা যাবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। তামিম ইকবালের জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার সিদ্ধান্তও হতে পারে এই সভায়। নান্নু-বাশার-রাজ্জাকের নির্বাচক প্যানেলের ভবিষ্যৎ জানা যাবে এদিনই। একই সাথে চূড়ান্ত হবার কথা রয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন