টালিউড অভিনেতা জিতের জন্মদিন ছিল গতকাল শনিবার। এবারের জন্মদিনটা ছিল তার অন্যরকম। বলিউড বাদশাহ শাহরুখ খানের আদলে জন্মদিন পালন করলেন তিনি।
বয়স যে শুধু সংখ্যামাত্র, তাই প্রমাণ করলেন জিৎ। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীদের সংখ্যায় বয়স ভাটা পড়েনি। অগণিত কেক আর অজস্র ভালোবাসায় রঙিন জিতের জন্মদিন। এই তো!
জন্মদিনে মাঝরাতে বাড়ির সামনের রাস্তায় একদল তরুণ-তরুণী। তারা মনের সুখে বাজি পোড়াচ্ছেন। অকাল দীপাবলি? না, জিতের জন্মদিন চলছে। তারা নায়কের ভক্ত। ভালোবাসার মানুষকে এভাবেই তারা ভালোবাসা জানিয়েছেন। তাদের অবাক করে মধ্যরাতে বারান্দাতে দেখা দিয়েছেন জিৎ। এক মুখ হাসি নিয়ে হাত নেড়েছেন তাদের উদ্দেশ্যে।
সকালবেলা আলো ফুটতেই আবার বাড়ির সামনে ভক্তদের ঢল। নির্দিষ্ট সময়ে সাদা-কালো শার্ট, কালো ট্রাউজার্সে বাড়ির দোতলার বারান্দা এলেন তিনি। এবার সঙ্গী স্ত্রী মোহনা, মেয়ে নবন্যা, ছেলে রোনাভ, বাবা ও ভাই।
নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু। নায়কের হাতে উঠে এলো মাইক্রোফোন—আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব। ‘শত্রু ১’-এর সংলাপ তার মুখে, নেপথ্যে বাজছে জিতের ‘বস’ ছবির গান। প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা। তাদের সঙ্গে ছবিও তুললেন অভিনেতা।
এখানেই শেষ নয়। ভক্ত-অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে গেলেন বাড়ির এক তলায়। সেখানে বড় টেবিলের রাখা নানা স্বাদের কেক। কোনোটা রেড ভেলভেট, চকোলেট, ভ্যানিলা। আবার কোনোটা ব্ল্যাকফরেস্ট। ঝড়ের গতিতে নিপুণ হাতে একের পর এক কেক কাটলেন জিৎ। সাক্ষী পরিবার এবং সেই এক ও অদ্বিতীয় ভক্তরা।
এদিকে জিতের জন্মদিনে সুখবর পেলেন ভক্ত-অনুরাগীরা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে 'লায়ন'। কলকাতার নির্মাতা শ্যামসুন্দর দে ও বাংলাদেশের নির্মাতা রায়হান রাফীর এ ছবির নায়ক তিনি। জিতের জন্মদিনে ‘লায়ন’ কেক কেট পাঠিয়েছেন জিৎ। বাংলাদেশ থেকেও এলো শুভেচ্ছাবার্তা পেয়েছেন এ অভিনেতা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন