অস্ট্রেলিয়ার একটি জাহাজ নিখোঁজ মালয়েশিয়ান বিমানের ব্ল্যাক বক্সের সংকেত পেয়েছেন। সোমবার অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এ কথা বলা হয়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের জাহাজ ওশান শিল্ড এই সংকেত পান। একই সংকেত দু’বার পান এই ওশান শিল্ড। সোমবার অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর প্রধান এংগুস হুসটন এ কথা বলেন। তিনি বলেন, এই সংকেত আমাদেরকে বিমানটির খোঁজে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। তিনি বলেন , এখনো আমরা নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারেনি।
এর আগে আলাদা দুটো পয়েন্ট থেকে যে সংকেত পাওয়া গেছে, তা বিমানের ব্ল্যাকবক্সের কিনা, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ‘হাইসুন-1′ নামের একটি চীনা টহল জাহাজ পার্থের পশ্চিম উপকূলে দু’বার ক্ষীণ সংকেতটি গ্রহণ করে। অনুসন্ধানকারীদের ধারণা, বিধ্বস্ত বিমানটি কাছাকাছি কোথাও রয়েছে।
অস্ট্রেলিয়ার ‘হামাস ওশান শিল্ড’ জাহাজ থেকে জানানো হয়েছে : চীনা জাহাজ থেকে ৩শ নটিক্যাল মাইল দূরে তারাও একটি সংকেত গ্রহণ করেছেন। ব্ল্যাকবক্সের সংকেত ধারণের জন্য ‘হামাস ওশান শিল্ড’ জাহাজে সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। তল্লাশি অভিযানের সমন্বয়কারী অস্ট্রেলীয় এয়ার চিফ মার্শাল আঙ্গুস হিউস্টন বলেছেন : দুটো ঘটনাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা গুরুত্বের সঙ্গে সংকেত দুটো বিশ্লেষণ করছেন। খবর বিবিসি
উল্লেখ্য, ২৩৯ যাত্রী নিয়ে গত ৮ মার্চ শনিবার রাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার সময় নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০। উড্ডয়নের দুই ঘণ্টা পর বিমানটির কনট্রোল টাওয়ার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির খোজ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সমুদ্র এলাকায় তল্লাশি অভিযান চালায়। এখন পর্যন্ত বিমানটির কোনো হদিস করতে পারেনি কোনো দেশ। পরিশেষে বলা হয় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য
thankyou your writing adeitting and printing for.
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন