দক্ষিণ লেবাননে একটি টানেল বিস্ফোরণে ইসরাইলি সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, দক্ষিণ লেবাননে নিযুক্ত ২২৬তম ব্রিগেডের ৯২৬৩তম ব্যাটালিয়নের চারজন সেনা অপারেশনাল কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে নিহত হয়েছেন।
নিহত সেনারা হলেন- মেজর (অব.) এভগেনি জিনারশাইন, ক্যাপ্টেন (অব.) সাগি ইয়াকোভ রুবিনস্টেইন, মাস্টার সার্জেন্ট (অব.) বিনইয়ামিন ডেস্টাও নেগোসে এবং সার্জেন্ট ফার্স্ট ক্লাস (অব.) এরেজ বেন এফ্রাইম।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, এই চারজন সেনা একটি টানেলে ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে টানেলটি ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করতে ১২ ঘণ্টা সময় লেগেছে।
নিহতদের মধ্যে জিনারশাইন ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রুবিনস্টেইন ছিলেন একজন প্লাটুন কমান্ডার।
এর আগে, ইসরাইলি মিডিয়া গাজা এবং লেবাননে গত ২৪ ঘণ্টায় ৬ জন ইসরাইলি সেনার মৃত্যুর খবর জানিয়েছিল।
এ নিয়ে ইসরাইলের উত্তর সীমান্তে এবং তার আশেপাশে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। যাদের বেশিরভাগই আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরাইলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এবং দক্ষিণে স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াইয়ে নিহত হন।
এদিকে এক বছরেরও বেশি সময় ধরে চলা এই সংকটের পর ইসরাইল এবং হিজবুল্লাহ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির শর্তাবলীর অধীনে আইডিএফ দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করার জন্য ৬০ দিন সময় পায়। গত অক্টোবর থেকে সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে তাড়ানোর জন্য কাজ করছে তারা। এরপর ইসরাইল ওই এলাকার দায়িত্ব লেবাননের সেনাবাহিনীর হাতে তুলে দেবে।
তবে এই যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল ৬২ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে হিজবুল্লাহ ও ইরান। যদিও ইসরাইল বলছে, সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধা এবং তাদের অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তাদের সেনারা। সূত্র: মেহের নিউজ এজেন্সি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন