বাংলাদেশের ঢাকা শহরের মুজিবুর রহমান কলেজে হিন্দু শিক্ষার্থীদের চিহ্নিত করে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ভারতে প্রচার করা হচ্ছে।
তবে ফ্যাক্ট-চেক বুম অনুসন্ধানে করে দেখেছে, ভিডিওটিতে দেখানো ঘটনাটি আসলে ঢাকার দুই বিরোধী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দৃশ্য। ঢাকার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ভিডিওকে মিথ্যা সাম্প্রদায়িক রূপ দিয়ে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে যে এটি হিন্দু শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনা।
বুম নিশ্চিত করেছে, ভিডিওটি ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে ঘটে যাওয়া শিক্ষার্থী সংঘর্ষের একটি ঘটনা। ওই সংঘর্ষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে, হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তার ও হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা নিয়ে দিল্লি ও ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে।
ভাইরাল ভিডিও: মিথ্যা সাম্প্রদায়িক রূপে শেয়ার করা হয়েছে
১ মিনিট ১৬ সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন, X) শেয়ার করা হয়েছে। শিরোনাম ছিল, “মুজিবুর রহমান কলেজ, ঢাকা, বাংলাদেশ। হিন্দু শিক্ষার্থীদের চিহ্নিত করে পিটিয়ে হত্যা করা হচ্ছে।
বুমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে কোনো সাম্প্রদায়িক ঘটনা নেই। এটি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য। ভিডিওটির ৫৩ সেকেন্ডে ইংরেজিতে “ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ” লেখা দেখা যায়। এই সূত্র ধরে সার্চ করার পর বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন পাওয়া যায়।
বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন: শিক্ষার্থী সংঘর্ষ
প্রথম আলো ২৫ নভেম্বর ২০২৪ তারিখে জানায়, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢাকা ট্রিবিউন জানিয়েছে, ঢাকার ডেমরা এলাকায় সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণ কী?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষার্থীর মৃত্যুতে অবহেলার অভিযোগ তুলে মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ করে। সেই সময় কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সহায়তায় পাল্টা আক্রমণ এবং সংঘর্ষ হয়।
ভাইরাল ভিডিওটি ২৫ নভেম্বরের একটি সংঘর্ষের ঘটনা, যেখানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বাইরে শিক্ষার্থীরা আহত এবং কলেজ ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো প্রমাণিত প্রতিবেদনে এই সংঘর্ষকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়াও, কোনো বিশ্বাসযোগ্য বাংলাদেশি সংবাদমাধ্যম হিন্দু শিক্ষার্থীদের উপর আক্রমণের দাবি নিশ্চিত করেনি।
এই প্রতিবেদন ও ভিডিওর দৃশ্যের বিশ্লেষণ ঘটনাটির প্রকৃত চিত্রই তুলে ধরে।
সূত্র: BOOM
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন