সিরিয়ার পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার নজিরবিহীন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বাইডেন ও তার প্রশাসন। রোববার সকালে সিরিয়ার রাজধানীতে প্রায় বিনা বাধায় প্রবেশ করেন বিদ্রোহীরা। তাদের দাবি দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর মধ্য দিয়ে আসাদের প্রায় দুই যুগ শাসনের অবসান হয়েছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। উদ্ভূত এই পরিস্থিতিতে সিরিয়ার রাজনীতিতে এমন নাটকীয় পরিবর্তনের ওপর গভীর পর্যবেক্ষণের কথা জানালো হোয়াইট হাউস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, আসাদের পতনের বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ার নজিরবিহীন ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার প্রশাসন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন