সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানে পালিয়ে গেছেন এমন গুঞ্জন উঠেছে। তবে তার অফিস বলছে, তিনি দামেস্ক ছাড়েননি।
প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, বিদ্রোহী বাহিনী রাজধানী অভিমুখে দ্রুত অগ্রসর হলেও প্রেসিডেন্ট নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যম প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দামেস্ক ত্যাগ কিংবা অন্য কোনো দেশে হঠাৎ সফরের ভুয়া খবর ছড়াচ্ছে যা মূলত গুজব। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্ক থেকে তার জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব পালন করছেন।
সিরিয়ার বিদ্রোহী বাহিনী বর্তমানে দ্রুত রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। এর মাঝেই কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রেসিডেন্ট আসাদের দেশত্যাগের খবর ছড়িয়েছে। তবে এসব খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তর।
এদিকে উইঅনের এক খবরে বলা হয়েছে, তিন সন্তান নিয়ে বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ রাশিয়ায় পালিয়ে গেছেন। আর আসাদের শ্যালকরা সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। ওই খবরে আসাদপন্থি গণমাধ্যমের বরাতে বলা হয়, বাশার আল আসাদ ইরানে পালিয়ে গেছেন। তবে আসাদপন্থি ওই মিডিয়া পরে খবরটি প্রত্যাহার করে।
বিডিপ্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন