বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন শতবর্ষী দুই নারী-পুরুষ। যৌথভাবে তাদের বয়স ২০২ বছর ২৭১ দিন। গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে গিনেস কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে জানিয়েছে, ১০০ বছর বয়সি বার্নি লিটম্যান এবং ১০২ বছর বয়সি মারজোরি ফিটারম্যান সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ভালোবাসার গল্প
এই জুটির প্রেম শুরু হয় যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটিতে। তারা প্রথম দেখা করেন ৯ বছর আগে একটি কস্টিউম পার্টিতে। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব দ্রুত গভীর হয় এবং অবশেষে গত ১৯ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের জীবন প্রবাহ
বার্নি এবং মারজোরি উভয়েই তাদের জীবনে ৬০ বছরের বেশি সময় ধরে তাদের প্রথম জীবনসঙ্গীর সঙ্গে কাটিয়েছেন। মজার বিষয় হলো, তারা দুজনেই তরুণ বয়সে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও এর আগে কখনও তাদের দেখা হয়নি।
বার্নি পেশাগত জীবনে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আর মারজোরি ছিলেন একজন শিক্ষিকা।
পারিবারিক প্রতিক্রিয়া
বার্নির নাতনী সারাহ সিচারম্যান বলেন, আজ আমার ১০০ বছর বয়সি দাদু তার ১০২ বছর বয়সি বান্ধবীকে বিয়ে করলেন!এত দুঃখ-কষ্টের মাঝেও এমন কিছু শেয়ার করতে পারাটা সত্যিই আনন্দের, যা মানুষকে হাসায় ও আনন্দ দেয়।
বিয়ের আয়োজন
শতবর্ষী এই দম্পতির বিয়ের অনুষ্ঠানটি ছিল একান্তই ঘরোয়াভাবে। বিয়ের অনুষ্ঠানটি একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটির প্রাঙ্গণে চার প্রজন্মের পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী ইহুদি সিনাগগে তাদের বিয়ে সম্পন্ন হয়।
শতবর্ষী দম্পতির বিয়ে পরিচালনা করেন ইহুদি রাব্বি অ্যাডাম ওহলবার্গ। তিনি বলেন, এখনকার যুগে ডেটিং অ্যাপসের মাধ্যমে সম্পর্ক তৈরি হলেও এই যুগলকে দেখে পুরনো দিনের ভালোবাসার সৌন্দর্য মনে পড়ে গেল।
দীর্ঘ জীবনের রহস্য
বার্নি তার দীর্ঘ জীবন ও সুখের জন্য পড়ার অভ্যাসকে কৃতিত্ব দেন। আর মারজোরি তার গোপন রহস্য হিসেবে উল্লেখ করেন বাটারমিল্ক।
উদযাপন ও নতুন শুরু
দুজনকেই তাদের নিজ নিজ হুইলচেয়ারে করে বিয়ের মঞ্চে আনা হয়েছিল। তারা দুজনেই হাস্যোজ্জ্বল বদনে তাদের নতুন জীবনের যাত্রা শুরু করেন। যা আশেপাশের সবাইকে আনন্দে ভরিয়ে দেয়। সূত্র: এনডিটিভি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন