মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া। নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দুপক্ষের লড়াইয়ে গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর।
এমন আবহে শুক্রবার দিবাগত মাঝরাতেই জরুরি নির্দেশিকা জারি করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণলায়। এতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লি।
বিবৃতিতে জানানো হয়, ‘যত দ্রুত সম্ভব অসামরিক বিমান ধরে সিরিয়া ছাড়ুন। যারা এই মুহূর্তে সেদেশ থাকে আসতে পারবেন না তাদের অনুরোধ জানানো হচ্ছে বাইরে চলাফেরা করার ক্ষেত্রে সমস্ত সুরক্ষাবিধি মেনে চলুন। যেকোনও প্রয়োজনে ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন।’
এছাড়া সিরিয়ার রাজধানী দামাস্কাসের ভারতীয় দূতাবাসও বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হল। +963 993385973 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও রয়েছে ইমেল আইডি [email protected]। আমরা গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।’
এর আগে শুক্রবার বিকালেই দিকেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, ‘সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে অনেকেই সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।’
বিবিসির প্রতিবেদন অনুসারে, সিরিয়ার নানা প্রান্তে তীব্র লড়াই জারি অব্যাহত রেখেছে বিদ্রোহীরা। সংঘর্ষের মুখে পিছু হঠতে বাধ্য হচ্ছে সরকারি বাহিনী। গত সপ্তাহেই জানা গিয়েছিল, হঠাৎ হামলা চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটি বড় এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
গতকাল তারা অগ্রসর হয়ে প্রধান শহর হোমস-এর দিকে। এছাড়া হামা শহরে প্রেসিডেন্ট আসাদের বাবা তথা দেশের সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভেঙে দেয় বন্দুকধারীরা।
ভারতের মতো নিরাপত্তার কথা মাথায় রেখে রুশ নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই নির্দেশ দিয়েছে চীনও।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন