ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইসরাইলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হওয়ার পর পৃথক পৃথক বিবৃতিতে একে স্বাগত জানায় ইসরাইলের মিত্র দেশ দুটি। খবর আল জাজিরার।
লেবাননের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। দেশটির পার্লামেন্ট যুদ্ধবিরতি বিষয়ক চুক্তিও অনুমোদন করেছে। বুধবার (২৮ নভেম্বর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইসরাইলি টিভি নেটওয়ার্ক চ্যানেল ১২-এর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
এ চুক্তির মধ্যদিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরাইলের এক বছরেরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে ‘সুসংবাদ’ বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এটা বুধবার ভোর ৪টা থেকে কার্যকর হবে’। তিনি আরও বলেন, ইসরাইল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ‘ধ্বংস’ করেছে। এখন এই চুক্তির উদ্দেশ্য ‘শত্রুতা স্থায়ীভাবে বন্ধ’ করা।
বাইডেন বলেন, আগামী ৬০ দিনের মধ্যে লেবানিজ সেনাবাহিনী ‘তাদের নিজস্ব অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। তিনি আরও বলেন, চুক্তিটি ভঙ্গ হলে ইসরাইল তার ‘আত্মরক্ষার’ অধিকার চর্চা করবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন