সম্প্রতি হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থী নেতা এবং অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা জিমি লাই বর্তমানে একটি বিতর্কিত জাতীয় নিরাপত্তা মামলায় বিচারাধীন।এই বিচার আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে,কারণ এটি হংকংয়ের স্বাধীন মতপ্রকাশ এবং গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ।
বুধবার(২০নভেম্বর) ৭৬ বছর বয়সী জিমি লাই আদালতে সাক্ষ্য দেন।তাকে অভিযোগ করা হয়েছে যে তিনি তার পত্রিকা অ্যাপল ডেইলির মাধ্যমে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিয়েছেন।২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভকে সমর্থন করে তার পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলোকেও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।
জিমি লাই তার সাক্ষ্যে বলেন, "অ্যাপল ডেইলি হংকংয়ের জনগণের মূল্যবোধকে তুলে ধরে,যার মধ্যে রয়েছে স্বাধীনতা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা,আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা।"২০২০ সাল থেকে কারাগারে রয়েছেন।তার পরিবার এবং আইনজীবীরা তার স্বাস্থ্যের অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ৪৫ জন গণতন্ত্রপন্থী কর্মীকে জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। "হংকং ৪৭" নামে পরিচিত এই গ্রুপে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে বেনি তাই এবং জোশুয়া ওং রয়েছেন।আন্তর্জাতিক মহলে এই বিচার নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হংকংয়ে মতপ্রকাশের স্বাধীনতার উপর ক্রমবর্ধমান চাপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলেছেন।জিমি লাইয়ের বিচার শুধুমাত্র হংকংয়ের রাজনৈতিক পরিবেশ নয়,বৈশ্বিক মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে।তথ্যসূত্র : বিবিসি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন