খোদ ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব নয়, বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধখেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গতকাল বুধবার (১৩ নভেম্বর) সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
ওই নির্বাচনী সমাবেশে ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের বিষয়ে অমিত শাহ বলেন, ‘ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও আর্টিকেল ৩৭০ পুনর্বহাল করতে সক্ষম হবেন না।
’ উল্লেখ্য, কয়দিন আগেও আর্টিকেল ৩৭০ নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন অমিত শাহ। তিনি কটাক্ষের সুরে তখন বলেছিলেন, ‘রাহুল গান্ধীর চতুর্থ প্রজন্মও আর্টিকেল ৩৭০ পুর্বহাল করতে পারবে না।’
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশাসন ও ভিন্ন সংবিধানসহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল আর্টিকেল ৩৭০-এর অধীনে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সেই ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে বিজেপি সরকার।
এদিকে নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করেছে। এরপর গত মঙ্গলবার বিধানসভায় ‘আর্টিকেল ৩৭০’ ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়। এর জেরেই অমিত শাহ সর্বশেষ প্রয়াত ইন্দিরা গান্ধীকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
নির্বাচনী সমাবেশে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সুশীলকুমার সিন্ধের মন্তব্যেরও পাল্টা জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সুশীলকুমার সিন্ধে এর আগে বলেছিলেন, কাশ্মীর সফর করতে ভয় পান তিনি। এ ছাড়া বিজেপির আমলে সেখানে নাশকতা নিয়েও কটাক্ষ করেন কংগ্রেস নেতা। এর উত্তরে রসিকতার সুরে অমিত শাহ বলেন, ‘শিন্দেজি নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে আসুন। বিপদ হবে না।’
অমিত শাহর দাবি, সোনিয়া-মনমোহনের দশ বছরের শাসনকালে পাকিস্তান থেকে অবাধে দেশে ‘জঙ্গি’ ঢুকেছে।
তারাই বোমা বিস্ফোরণ ঘটাত। তবে বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে।
এর আগে নরেন্দ্র মোদিও পুনের এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেছিলেন। তিনি তখন বলেছিলেন, ‘কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে, আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবে না। আর্টিকেল ৩৭০ স্থায়ীভাবে বিলুপ্ত করা হয়েছে। পাকিস্তান বহু বছর ধরে যে ভাষায় কথা বলে আসছে, কংগ্রেস এখন সেই ভাষায়ই কথা বলছে।’
সূত্র : সংবাদ প্রতিদিন
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন