মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এই খবর জানিয়েছে।
ওই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে মালয় সরকারের কাছে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোটা সুবিধার আবেদন করেছিলেন তিনি। আবেদনপত্রে দু’টি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন তিনি, যেগুলোর জন্য তার ৬০০ বিদেশি শ্রমিক প্রয়োজন। বিনা কর পরিশোধের ভিত্তিতে এই সংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় আনার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।
তবে পরে অনুসন্ধানে এমএসিসি জানতে পারে, আবেদনপত্রে উল্লেখিত ওই দুই প্রকল্প আসলে ভুয়া। বাস্তবে সেগুলোর কোনও অস্তিত্ব নেই।
মালয়েশিয়ার আইন অনুসারে, বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হলে কর পরিশোধ করতে হয়। এই আইনে ৬০০ বিদেশি শ্রমিক নিয়োগের জন্য তাকে ৬ লাখ ৫০ হাজার রিঙ্গিত কর হিসেবে পরিশোধ করতে হতো।
গ্রেফতারের পর বাংলাদেশি দাতুককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের ১৭ নভেম্বর পর্যন্ত জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
এক বিবৃতি এমএসিসি জানিয়েছে, গ্রেফতারকৃত ওই বাংলাদেশি চল্লিশোর্ধ। দীর্ঘদিন ধরে তিনি মালয়েশিয়ায় রয়েছেন। দেশটির সম্মানজনক ‘দাতুক’ পদবিতে ভূষিত।
দেশটিতে ধনী, অভিজাত ও বিনিয়োগকারীদের এই সম্মানজনক পদবি দেওয়া হয়। তাই তার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন