মরুভূমির দেশ সৌদি আরবে তুষারপাতের ঘটনা ঘটেছে। বিরল এই ঘটনায় নড়েচড়ে বসেছেন দেশটির আবহাওয়াবিদরা।সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের আল-জউফ এবং তাবুক অঞ্চলে এমনই এক অপ্রত্যাশিত আবহাওয়ার চিত্র দেখা গেছে। এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত ও শিলা বৃষ্টি দেখা গেছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া গত কয়েকদিন ধরে দেশের মানুষকে অবাক করে দিয়েছে।
জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে তুষারপাতের ঘটনা ঘটেছিল। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনার সৃষ্টি হচ্ছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন