যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যে শুধু দুজন ব্যক্তির লড়াই, তা কিন্তু নয়। লড়াই হয় দুই কক্ষ বিশিষ্ট সংসদ ইউএস কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েও।
নির্বাচনে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তার আইন প্রণয়ন কর্মসূচির সাফল্যর জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্র জুড়ে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়। এবার প্রার্থিতা করছেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ভোটাররা নিজেদের ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের ভাগ্যও নির্ধারণ করছেন। তারা সংসদের নিম্ন কক্ষ হাউস অব রেপ্রেজেন্টেটিভসের ৪৩৫ আসনে প্রতিনিধিদের দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত করবেন।
সিনেটের ১০০ আসনের ৩৪টিতে সিনেটররা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হবেন। ডেমোক্র্যাটরা বর্তমানে সিনেটের ও রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণে আছে।
বিশ্লেষকরা বলছেন, দুটি কক্ষরই হাত বদল হয়ে যেতে পারে, অথবা একই রয়ে যেতে পারে। তবে তা যা-ই হোক, দুই কক্ষে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ খুব অল্প আসনের ব্যবধানে থাকার সম্ভাবনা বেশি।
তবে, সিএনএনের লাইভ আপডেট ঘাঁটলে দেখা যায়, প্রেসিডেন্ট, সিনেট ও হাউস- সবগুলোই রিপাবলিকানদের দখলে যাচ্ছে। ট্রাম্প এখনও ১৯৮ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। সিনেটে রিপাবলিকানরা ৪৮ সিট পেয়েছে। হাউসেও ভারী ভোট পেয়েছে রিপাবলিকানরা, ১৪৮ ভোট পেয়েছে তারা।
কমলা হ্যারিস এখন পর্যন্ত ১১২ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। সিনেটে ডেমোক্র্যাটরা পেয়েছে ৩৬; হাউসে ১০২ ভোট পেয়েছে তারা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন