ইহুদিবাদী ইসরাইলের বেন-গুরিয়ন ইউনিভার্সিটির প্রধান ড্যানিয়েল চামুভিট্স বলেছেন, আল-আকসা তুফান অভিযানের পর থেকে এ পর্যন্ত আমেরিকাসহ পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ ইসরাইলের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে তিনশ'র বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরাইলি দৈনিক 'ইয়েদিউত আহারোনোত' এ তথ্য জানিয়েছে।
বেন-গুরিয়ন ইউনিভার্সিটির প্রধান আরও জানিয়েছেন, ইসরাইলের শিক্ষাব্যবস্থার ওপর নিষেধাজ্ঞায় বিভিন্ন ইউরোপীয় দেশ, আমেরিকা এবং কানাডা শামিল হয়েছে।
বার্তা সংস্থা 'মেহের নিউজ' এসব নিষেধাজ্ঞার ধরণ সম্পর্কে লিখেছে, এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলের বিশ্ববিদ্যালয়গুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া, যৌথ নিবন্ধের প্রকাশনা বাতিল করা, ইসরাইলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রের শিক্ষক ও গবেষকদের সম্পর্ক ও সহযোগিতা বাতিল করা, এমনকি দখলদার ইসরাইলের সাথে সহযোগিতা রয়েছে এমন প্রতিষ্ঠাগুলোকে সহায়তা প্রদান বন্ধের পাশাপাশি বিনিয়োগ প্রত্যাহার করা।
বেন-গুরিয়ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, গাজা ও লেবাননে ইসরাইলি হামলা তাদের উচ্চ শিক্ষা ব্যবস্থার ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রায় এক-চতুর্থাংশকে সেনাবাহিনীতে ডাকা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বাজেটও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেন-গুরিয়ন ইউনিভার্সিটির প্রধান ড্যানিয়েল চামুভিট্স গত এক বছরের যুদ্ধের প্রভাবকে অকল্পনীয় হিসেবে বর্ণনা করে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের তিন লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭০ হাজার শিক্ষার্থীকে সেনাবাহিনীতে ডাকা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর পর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। লেবাননেও এখন একই কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা।
পার্সটুডে
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন