নাসার ৪৭ বছর পুরনো মহাকাশযান ভয়েজার-১ সম্প্রতি পৃথিবীর সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করেছে। প্রায় ১৫ বিলিয়ন মাইল দূরের এই মহাকাশযানটি গত ২৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে (জেপিএল) কর্মরত নাসা ইঞ্জিনিয়ারদের সহযোগিতায় একটি পুরনো রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে যোগাযোগ পুনঃস্থাপন করে। উল্লেখযোগ্য যে, এই ট্রান্সমিটারটি ১৯৮১ সাল থেকে ব্যবহৃত হয়নি।
গত ১৬ অক্টোবর হঠাৎ ভয়েজার ১-এর এক ট্রান্সমিটার বন্ধ হয়ে যাওয়ায় এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ধারণা করা হচ্ছে, মহাকাশযানটির “ফল্ট প্রোটেকশন সিস্টেম” বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু কিছু সিস্টেম বন্ধ করে দেয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। ভয়েজার ১-এর সাথে যোগাযোগ পুনরায় চালু করতে ইঞ্জিনিয়াররা কমান্ড পাঠালেও এর সাড়া পাওয়া যায়নি ১৮ অক্টোবর পর্যন্ত। এর একদিন পর পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নাসা জানায়, একবার বার্তা পাঠাতে বা গ্রহণ করতে প্রায় ২৩ ঘণ্টা সময় লাগে। পরবর্তীতে নাসার গবেষকরা আবিষ্কার করেন, ফল্ট প্রোটেকশন সিস্টেমের কারণে ভয়েজার ১ কম বিদ্যুৎ ব্যবহারকারী দ্বিতীয় ট্রান্সমিটারে পরিবর্তিত হয়েছে। ভয়েজার ১-এর দুইটি ট্রান্সমিটার থাকলেও বহু বছর ধরে কেবল ‘এক্স-ব্যান্ড’ ট্রান্সমিটারটি ব্যবহার করা হচ্ছিল। কিন্তু ‘এস-ব্যান্ড’ নামক অন্য একটি ট্রান্সমিটার, যা ১৯৮১ সালের পর থেকে ব্যবহার করা হয়নি, এবার ব্যবহার করা হয়।
বর্তমানে নাসা পুনরায় ‘এক্স-ব্যান্ড’ ট্রান্সমিটারে ফিরতে চায় না, যতক্ষণ না তারা নিশ্চিত হতে পারে ঠিক কি কারণে ফল্ট প্রোটেকশন সিস্টেম সক্রিয় হয়েছিল। সূত্র : এনডিটিভি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন