বতসোয়ানায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ছয় দশক ধরে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির (বিডিপি) ভরাডুবি হয়েছে। ৫৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ভূমিধসে হেরে যাওয়ার পরে পরাজয় স্বীকার করেছে দলটি।
১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ক্ষমতায় ছিল বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)। সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মোখেসি মাসিসি। দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৫৪ বছর বয়সি আইনজীবী দুমা বোকো। তিনি বিরোধী জোট আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জের (ইউডিসি) প্রার্থী।
একটি অডিও ক্লিপে মাসিসি সামাজিকমাধ্যমে পোস্ট করে বলেন, ‘আগামীকাল থেকে আমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব’। এর মাধ্যমে ক্ষমতার মসৃণ স্থানান্তরের ইঙ্গিত দিচ্ছেন তিনি৷
বিজয়ী প্রার্থীকে তিনি বলেন, ‘আপনি আমার ওপর নির্ভর করতে পারেন যদি আপনি কোনও নির্দেশনা দিতে চান। …আমরা অনুগত বিরোধী হিসেবে সাথে থাকব’।
শুক্রবার বিকেলে প্রধান বিচারপতি টেরেন্স রানোওয়ানে আনুষ্ঠানিকভাবে বোকোকে বিজয়ী ঘোষণা করেন।
‘আমি দুমা বোকোকে বতসোয়ানার নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করার জন্য সম্মান ও বিশেষাধিকার পেয়েছি। জনগণ আপনার প্রতি যে আস্থা দেখিয়েছে তার জন্য আমি আপনাকে গভীরভাবে অভিনন্দন জানাই’।
চলতি সপ্তাহে বতসোয়ানায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল শুক্রবার সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টির ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে ৩২টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইউডিসি। আর মাত্র চারটি আসনে জয় পেয়ে সর্বশেষ অবস্থান চারে আছে বিডিপি।
বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিনের শাসনামলে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি বিডিপি। তারা ৫৮ বছর ধরে একই পদ্ধতিতে দেশ শাসন করে আসছিল। জাতির সামনে নতুনত্ব উপস্থাপন করতে পারেনি।
এরইমধ্যে, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রধান বিচারপতির কার্যালয়ে শপথ নিয়েছেন দুমা বোকো। নিজের প্রথম বক্তব্য জনগণের রায়ের জন্য বিনয় প্রদর্শন করেন তিনি।
দুমা বোকো বলেন, ‘আমি আমার সত্তার প্রতিটি তন্তুর সাথে অঙ্গীকার করছি, আমি যা করতে পারি তা করব, ব্যর্থ হব না, হতাশ করব না। সর্বদা এই প্রজাতন্ত্রের জনগণের অর্পিত দায়িত্বে পালন করব। এটা তাদের সরকার’।
এর আগে, ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল কমিশনের (আইইসি) মুখপাত্র ওসুপিলে মারোবা এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ইউডিসি পরবর্তী সরকার গড়তে প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন