ইসরায়েলের প্রায় ৫ হাজার ২০০ সেনা তীব্র মানসিক সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দেশটির যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে ১২ হাজার সেনা চিকিৎসা নিতে যায়; এর মধ্যে রয়েছে মানসিক সমস্যায় ভোগা সেনারাও।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোট ৫ হাজার ২০০ জন সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার সমস্যা নিয়ে পুনর্বাসন কেন্দ্রে গিয়েছেন, যা চিকিৎসা নেওয়া মোট সেনার ৪৩ শতাংশ। খবর জেরুজালেম পোস্টের।
অপরদিকে পুনর্বাসন কেন্দ্রে থাকা ১৪ শতাংশ সেনা মাঝারি থেকে গুরুতর আহতাবস্থায় সেখানে গিয়েছিলেন। এর মধ্যে মাথায় আঘাত পেয়েছেন ২৩ জন, অঙ্গহানি হয়েছে ৬০ জনের এবং চোখের দৃষ্টি হারিয়েছেন ১২ সেনা। পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়া ১২ হাজারের মধ্যে ৬৬ শতাংশই রিজার্ভ সেনা।
স্বামী দেশে এসে দেখলেন কোটি টাকা নিয়ে স্ত্রী উধাওস্বামী দেশে এসে দেখলেন কোটি টাকা নিয়ে স্ত্রী উধাও
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসা নেওয়া সেনাদের মধ্যে প্রায় ১৫০০ জন দুইবার পুনর্বাসন কেন্দ্রে গিয়েছেন। অর্থাৎ তারা একবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন। আবার যুদ্ধে গিয়ে আহত বা মানসিক সমস্যা নিয়ে পুনর্বাসন কেন্দ্রে নাম লিখিয়েছেন। এই পুনর্বাসন কেন্দ্রটি আগে থেকেই ৬২ হাজার সেনাকে সেবা দিয়ে আসছিল।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন