উত্তর ইসরাইলের মানারা, কাফর জালাদি এবং জারিতে ইসরাইলি সেনাদের ওপর তিনটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।
মঙ্গলবার ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাতে স্থানীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে লেবানন থেকে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হিজবুল্লাহর ড্রোনের কয়েকটিকে প্রতিহত করা হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছিল।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ বাহিনীকে পিছু হটাতে ইসরাইলি বিমানবাহিনী হিজবুল্লাহর বেশ কিছু অস্ত্র মজুদ ও তৈরির স্থাপনা ধ্বংস করেছে। এছাড়াও বৈরুতে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিদিন হিজবুল্লাহর ক্রমবর্ধমান হামলার কারণে লেবানন সীমান্তবর্তী ইসরাইলি অঞ্চল থেকে ৬০,০০০ এরও বেশি বাসিন্দাকে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি এই সংঘর্ষে ইসরাইলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। আইডিএফের হিসাব মতে, লেবাননে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২০০০-এর বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে আইডিএফের ৫৫ সেনা ও রিজার্ভ সদস্য মারা গেছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন