ভারতে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। 'তরুণদের সহিংস জিহাদে' দীক্ষিত করার অভিযোগে 'আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্টের' (ইউএপিএ) এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে জেরুসালেমে প্রতিষ্ঠিত হিযবুত তাহরীর বিভিন্ন দেশে কাজ করে। তবে অনেক দেশেই তারা নিষিদ্ধ।
নিষেধাজ্ঞার কথা জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে বলেন, সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহিষ্ণুতা নিয়ে নরেন্দ্র মোদিজির নীতি অনুসরণ করে এমএইচএ আজ হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছে।'
এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, হিযবুত তাহরীর জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, হিযবুত তাহরীর উগ্রবাদী কার্যকলাপে যুক্ত এবং নিরীহ তরুণদের আইএসএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে উসকানি দেয়। সেইসাথে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তহবিল জোগাড় করে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন