ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এর পরিণতি হিসেবে ইরানের বিরুদ্ধে যেকোনো স্থানে, যেকোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন।
ভিডিও বার্তায় ড্যানিয়েল হাগারি বলেন, ‘ইরান ইসরায়েলে সরাসরি ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ইসরায়েলের কেন্দ্রস্থলে অল্প সংখ্যক এবং বাকিগুলো দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে।’
হাগারি জোর দিয়ে বলেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ও তার মিত্রদের দ্বারা প্রতিহত করা হয়েছে। ‘ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষামূলক জোট প্রতিহত করেছে,’ বলেন তিনি।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ইরানের হামলা মারাত্মক ও বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি করেছে। এর পরিণতি ভোগ করতে হবে।
হাগারি বলেন, আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে, হামলার জবাব দিতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে জবাব দেব।
এর আগে ইসরায়েল জানায়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গত ২৭ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বিমান হামলা চালিয়ে নাসরাল্লাহ ও হিজবুল্লাহর অন্যান্য কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন