ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখf দিয়েছে। এর মধ্যে ইসরায়েলকে প্রকাশ্যে দ্ব্যর্থহীন সমর্থনের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সংলাপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। বুধবার (২ অক্টোবর) ওয়াশিংটন থেকে আল-জাজিরার মাইক হান্না এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে কাতারি সংবাদমাধ্যমটি এই খবর জানিয়েছে।
হান্না জানান, ‘ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সময় মার্কিন কর্মকর্তারা ঠিক কী নিয়ে কথা বলেছে—এর মধ্যে সংঘাতের তীব্রতা হ্রাসের আহ্বান জানানো হয়েছে কি-না তা এই মূহুর্তে ঠিক বলা যাচ্ছে না।’
এর আগে, সাংবাদিকদের বাইডেন বলেছিলেন, তিনি তখনও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পারেননি।
মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমরা নেতানিয়াহুর সব লোকের সঙ্গে কথা বলেছি। তার সঙ্গেও আমি কথা বলব এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তার ওপর ভিত্তি করেই আমি বার্তা দেব।’
ইরানের হামলার প্রতিক্রিয়ায় দেশটির কী পরিণতি হওয়া উচিত জানতে চাইলে জবাবে বাইডেন বলেন, ‘সেটাই দেখা বাকি।’
বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কখন কথা বলবেন আল-জাজিরার প্রতিবেদনটিতে এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন