গাজা উপত্যকায় শুক্রবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭৫ জন নিহত হয়েছেন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
ইসরাইল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
গাজায় সশস্ত্র গোষ্ঠী ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে এবং লেবাননের সাথে ইসরাইলের উত্তর সীমান্তে সক্রিয় ইসরাইল ও হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়।
যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার বলেছে, যুদ্ধবিরতি পুনর্নবীকরণের প্রচেষ্টা চলছে। যার ফলে ইসরাইল গাজায় বেশিরভাগ সামরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং গাজায় আটক ১০০ জনেরও বেশি বন্দীকে মুক্ত করার বিনিময়ে ৩০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
ইসরাইল বলছে, ১১৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ২০ জন নারী ও দুই শিশু এখনো বন্দী রয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরাইলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। এতে খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
সূত্র : ইউএনবি
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন