বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তবে চলমান কর্মমবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা।
রবিবার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।
এরআগে বিকালে শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন সারজিস আলম।
এসময় চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করে সারজিস বলেন, ‘ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। রাস্তায় নেমে আন্দোলন করা লাগছে, যা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় কমিটমেন্ট দিয়েছে দাবি মানার। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি প্রজ্ঞাপন না আসে, আমরা একসঙ্গে রাস্তায় নামবো।’
এরআগে, দুপুর ১টার দিকে বেতন ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। তাদের এই অবরোধে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। পরে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমসহ অন্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং উপাচার্য হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এমনকি ভাতা বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত পর্যায়েই রয়েছে, যা এই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন চলে আসবে বলে আশা করছি।
ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন