ভারতে নৃশংসভাবে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তার মেয়ে মুমতারিন ডরিন।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আনার পরিবারের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন__ ‘তুমি বলতে আমাকে সাজিয়ে বিয়ে দেবে। অনেক মজা করবো আমরা নাকি.. আমরা অনেক ছবি তুলবো তুমি বলতে আব্বু..। আজ তুমি নেই...। তোমার তো অনেক স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে কীভাবে কি করবা সবার কাছে গল্প করতে। কে করবে এগুলো আমার জন্য? তুমি ফিরে না আসলে তো হবে না আব্বু। আমার স্বপ্ন তো স্বপ্নই রয়ে যাবে....। আমার পৃথিবী আমার বাবা।’
বাবাকে নিয়ে আনার কন্যার আবেগঘন পোস্ট
এদিকে সাবেক এমপি আনার হত্যাকাণ্ডের পর শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। দেশটির সিআইডির একজন সিনিয়র কর্মকর্তা জানান, ডিএনএ পরীক্ষার ফলাফলে নিশ্চিত হয়েছে, বাংলাদেশি এমপি আনারের হত্যার পর উদ্ধার হওয়া মাংস ও হাড় তারই ছিল। ভারতীয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুইটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, এবং সেগুলোর মধ্যে মিল পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গে এসে মুমতারিন ডরিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় নভেম্বর মাসের শেষ দিকে। পরে ওই নমুনা পরীক্ষা করা হয় এবং তা আনারের নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া হাড় ও মাংসের সঙ্গে মেলে।
১২ মে ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান। তিনি তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে গিয়ে ১৩ মে সকাল ১টা ৪১ মিনিটে বাড়ি থেকে বের হন এবং সন্ধ্যায় ফিরবেন বলে জানান। আনারকে খুঁজে না পেয়ে ১৭ মে তার মেয়ে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেন। এরপর ২২ মে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটে আনারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ সেখানে সেপটিক ট্যাংক থেকে চার কেজি মাংস উদ্ধার করে।
অপরাধীরা আনারের মরদেহ টুকরো টুকরো করে সঞ্জীবা গার্ডেনসের টয়লেটে ফ্ল্যাশ করে এবং হাড়গুলো কলকাতার ভাঙ্গর এলাকার বাগজোলা খালে ফেলে দেয়। ব্যাবসায়িক দ্বন্দ্ব ও চোরাকারবারিরা তাকে হত্যা করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল। ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন