আসাম সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ভারতে প্রবেশ করেছে দাবি করে ভারতীয় মিডিয়াতে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছিল। যা নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল।
তবে এই সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। গত সপ্তাহে সিলেটের জকিগঞ্জ সীমান্তে একটি মন্দির সংস্কারের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজিবির বিরুদ্ধে।
এ নিয়ে সমাজিক মাধ্যমেও রটনা হয়েছিল যে, বিজিবি ভারতের মধ্যে প্রবেশ করেছিল এবং মন্দির সংস্কারের কাজে বাধা দিয়েছিল। কিন্তু বিএসএফ-র এক ঊর্ধ্বতন কর্তা এই রটনাকে খারিজ করে দিয়ে জানিয়েছেন, বিজিবির কোনো সদস্যের ভারতে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, বিজিবি আন্তর্জাতিক সীমান্ত প্রটোকল ভঙ্গ করার মত কাজ করে না বলেই তাদের বিশ্বাস।
বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের কাছে থাকা একটি মন্দির সংস্কারের জন্য পর্দা টাঙানো হয়েছিল। সেটি নিয়ে বিজিবি তাদের উদ্বেগ জানিয়েছিল। বিএসএফের পক্ষ থেকে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তাদের জানানো হয় যে, এটি সাময়িকভাবে টাঙানো হয়েছে। মন্দির সংস্কারের কাজ হয়ে গেলেই খুলে ফেলা হবে। পরে সেটি খুলে ফেলা হলে বিজিবি কোনো নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছে না- বুঝতে পেরে আর কোনো আপত্তি জানায়নি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন