নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অনেক লুটপাট করে কলকাতায় গিয়ে দেশবিরোধী কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘‘অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।’’
তিনি বলেন, ‘‘দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’’
প্রেস সচিব বলেন, ‘‘২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে।’’
সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি জানান, প্রত্যেক জিনিসের দামই কমতে শুরু করেছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘‘আওয়ামী লীগ সরকারের আমলের কূটনীতিকদের সরিয়ে আনার ব্যাপারে কাজ করছে সরকার।’’
‘রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা রয়েছে’
বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত রাখাইনের সঙ্গে শেয়ার করছে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে কিনা বা দেশের প্রস্তুতি রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘‘পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে মনিটর করছি। সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা উচ্চ পদস্থ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি গভীরভাবে এটা মনিটর করবেন। যারা যারা অংশীজন আছেন তাদের সঙ্গে কথা বলবেন।’’
শফিকুল আলম আরো বলেন, ‘‘আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার। এর ভেন্যু ও অন্যান্য বিষয়াবলি মার্চ-এপ্রিলের মধ্যে ঠিক করে ফেলব। আশা করছি, এই সম্মেলনটা হবে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।’’
আশা করছি বিশ্বের যতগুলো দেশ রয়েছে সকলে এতে অংশ নেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘‘বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ রোহিঙ্গা ইস্যুতে যারা খুবই আগ্রহী তারা সকলে থাকবে।’’
জাতিসংঘের সঙ্গে বিষয়টি নিয়ে অনেকবার কথা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘‘প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের সময়ে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।’’
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‘ভোজ্যতেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ে আছে’
সরকার কী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি বলেন, ‘‘সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। পুরো বিশ্ববাজার আমরা মনিটর করছি। সয়াবিন ও পাম অয়েলের ক্ষেত্রে অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। ৯২০-৯৪০ ডলারের টনের তেল এখন ১২০০ ডলার পর্যন্ত উঠেছে। সয়াবিনের মার্কেট প্লেয়ার কিন্তু কম। ৩/৪টি কোম্পানি মূলত মার্কেটটা নিয়ন্ত্রণ করেন। তারা অনেক বড় পরিসরে আমদানি করেন। এই পুরো বিষয়টি আমাদের মনিটরিংয়ে আছে।’’
তিনি বলেন, ‘‘মার্কেট ঊর্ধ্বমুখী হলে আমরা অ্যাডজাস্ট করি। কোনো দেশে অ্যাডজাস্টমেন্ট হয় না। আমরা ভোক্তাদের কথা চিন্তা করি তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা মালয়েশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার বাজার মনিটর করছি। কোম্পানিগুলো কোনো ফাউল প্লে করছে কি না, এজন্য বিদেশে কম্পিটিশন কমিশন দেখে। আমরা খুব দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন করব। তারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করবে।’’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন