বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভবিষ্যতে আর কেউ যদি এ দেশের মাটির দিকে হাত বাড়ায় সে দেশের মাটিও নিরাপদ থাকবে না।’
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূমিহীন বাজারে স্থানীয় ছাত্র-জনতার আয়োজিত ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের সীমান্তে দিল্লির দালালরা বসে আমাদের চোখ রাঙাচ্ছে। তারা বাংলাদেশকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনার মতো দাসকে বসিয়ে এতদিন বাংলাদেশকে শোষণ করেছে। এ দেশের দেশপ্রেমিক মানুষরা তাদের দাসকে এ দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা দেখাতে চাচ্ছে, এ দেশের মানুষ হিন্দুদের ওপর হামলা করছে। সেটা দেখিয়ে তারা ষড়যন্ত্র করছে। যেই ভারতের গুজরাটে বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, তারা আমাদের সাম্প্রদায়িকতা শেখাতে এসেছে। যেই ভারতের দিল্লিতে দাঙ্গা লাগিয়ে হাজারো মুসলমানকে হত্যা করেছে, তারা এখন বাংলাদেশকে সংখ্যালঘুর অধিকারের কথা বলছে।’
এ দেশের হিন্দু-মুসলমান একসঙ্গে বসে খাবার খায় উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, ‘তারা (ভারত) যতই চক্রান্ত করুক কোনও লাভ হবে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এ দেশকে এগিয়ে নেবো।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন